৩০০ বছরের পুরাতন শিব মন্দির জিতারপুর মৌজায়। আজমপুর ইউনিয়নের প্রাচীন এই মন্দির কালের বিবর্তনে বিলিন হয়ে যাচ্ছে। তবে ভাববার বিষয় হলো পাশের ইউনিয়নের লোকেরা এই মন্দির জোর পূর্বক তাদের ভোগ দখলের নাম করে বেশি নষ্ট করছে। ব্রিটিশ শাসনামল হতে এখানে হিন্দুদের বসবাস ছিল। আর এ এলাকার সংস্কৃতিকে জীবিত করে তুলে ছিল। হিন্দুর জমিদারদের কর্মচারীদের আনাগোনা বেশি ছিল।
দেশ বিভাগের পর স্থানীয় হিন্দুরা পার্শবর্তী দেশ ভারতের বিভিন্ন এলাকায় অবস্থান নিয়ে বসবাস করতে থাকে । এখানে হিন্দু পরিবারের সংখ্যা কম থাকায় মন্দিরটির সংস্কার কার্য পরিচালনায় বিঘ্নিত হয়। সম্পুর্নভাবে মন্দিরটিকে সংস্কার হলে এলাকার একটি ঐতিহ্যবাহী নিদর্শন হিসেবে পরিলক্ষিত হত।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS